আমার পিতা মরহুম মাস্টার নজির আহমদ ছিলেন একজন শিক্ষক। যার ফলে শিক্ষক ও শিক্ষা প্রতি আমাদের পরিবারের সম্মানবোধ ছিল আলাদা। বাঁশখালীর অনগ্রসর ও অনুন্নত এলাকাকে নিয়ে আমার মরহুম পিতা অনেক স্বপ্ন দেখতেন। তিনি বলতেন, " অনুন্নত ও অনগ্রসর অত্র এলাকাকে উন্নতির দ্বার প্রান্তে উপনীত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই"। তাই তিনি অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার গ্রহন করেন। মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ তার স্বপ্নের একটি সফল বাস্তবায়ন। পিতার স্বপ্ন বাস্তবায়ন, এলাকার জনগণের সময়ের দাবি প্রতি সম্মান ইত্যাদি বিবেচনা করে আমাদের পরিবার অনুন্নত এই এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে; যা আজ দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ নামে পরিচিত। কলেজের নামকরণ সহ কলেজ প্রতিষ্ঠায় বন্ধুবর মোঃ আবদুল কাদের (বর্তমান অধ্যক্ষ) এর ভূমিকা প্রসংশার দাবিদার। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস) ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্স চালু করার অনুমতি লাভ করে। কলেজটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয় । যার ফলে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ বাঁশখালী তথা দক্ষিণ চট্টগ্রামের একটি অন্যতম প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষার বাতিঘর হিসেবে বিবেচিত হচ্ছে।