EIIN : 131852
College Code : 3802, NU CODE : 7010 Napora, Banskhali, Chittagong; 01821211311, 01710739989
মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ MASTER NAZIR AHMED DEGREE COLLEGE Napora, Napora Bazar, Banskhali, Chittagong
01821211311, 01710739989; 131852@bise-ctg.gov.bd
অধ্যক্ষের বার্তা

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে নাপোড়া গ্রামে ২০০৭ সালে মাস্টার নজির আহমদ কলেজ প্রতিষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী, দানবীর মাস্টার নজির আহমদ তথা তার পরিবার এই কলেজের প্রতিষ্ঠাতা। অনগ্রসর, সুবিধা বঞ্চিত ও অবহেলিত দক্ষিণ বাঁশখালীর জনসাধারণের জীবনে যখন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নের দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, তখনই মরহুম মাস্টার নজির আহমদ তথা তার পরিবার দক্ষিণ বাঁশখালীতে  এই কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসে। এই কলেজ তাদের পরিবারের একক অবদান। একাগ্র সাধনা, নিরলস প্রচেষ্টা ও আর্থিক অনুদানে বাঁশখালীতে এই পরিবারের পক্ষে প্রথম কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়। কলেজ প্রতিষ্ঠার নিমিত্তে মরহুম মাস্টার নজির আহমদ এর পুত্র আলহাজ্ব মুজিবুর রহমান (সি আই পি) নিরলস প্রচেষ্টা কলেজ প্রতিষ্টার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।  কলেজ নামকরণ সহ প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজেকে কলেজের সাথে সম্পৃক্ত রাখতে পেরে ধন্য মনে করি।  কলেজ প্রতিষ্ঠায় বন্ধুবর মরহুম অধ্যক্ষ হোসাইন আহমদের সহযোগিতা স্মরণযোগ্য।

    ২০১০ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মত অংশগ্রহণ করে তাদের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখে। এরপর থেকে ফলাফল বিবেচনায় অত্র কলেজ ধারাবাহিকভাবে ঈর্ষনীয় সাফল্য অর্জন করায় বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে।

    ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস) ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্স চালু করার অনুমতি লাভ করে। কলেজের যাবতীয় কার্যক্রম মরহুম মাস্টার নজির আহমদ পরিবার কর্তৃক পরিচালিত হয়। কলেজটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৪০০ জন এবং ৫২ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। ইতিমধ্যে কলেজ থেকে পাশ করে অনেক ছাত্র-ছাত্রী দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন।

    কলেজ পরিচালনায় আমি সর্বতোভাবে সকলের সহযোগিতা কামনা করি  ।